مدينة نيويورك

আল্-জামিয়াহ্ আত্-ত্বাইয়িবাহ্

Al Jamiya At Tayibah

গ্রাম: মধ্যম মাগুড়া, পোস্ট: হলাইজানা, থানা: নবাবগঞ্জ ও ঘোড়াঘাট, জেলা: দিনাজপুর।

নোটিশ
  • আগামীকাল ১৬/০৯/২৪ইং রোজ: সোমবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা বন্ধ।
  • আগামীকাল ১৬/০৯/২৪ইং রোজ: সোমবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা বন্ধ।
  • আগামীকাল ১৬/০৯/২৪ইং রোজ: সোমবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদ্রাসা বন্ধ।

ব্লগ ও ভিডিও

আমার জীবনের শ্রেষ্ঠ গবেষণা

সৌদি অ্যাম্বাসি কর্তৃক দা’য়ী (মাবউছ) হিসেবে নিযুক্ত হয়ে তালিম-তারবিয়াত, তারাবি ইত্যাদি এবং নতুন স্বপ্নের প্রতিষ্ঠান জামিয়ার জন্য অনেক সময় দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ! ফলে নতুন দারস গ্রামারে আরবি-ইংরেজিতে রেকর্ড করার সময় কম পাওয়া যায়। এদিকে আমার জীবনের শ্রেষ্ঠ গবেষণা তিন ভাষায় অর্থ রুপান্তরের অভিধান যা মুলত বাব রহস্যের সমাধানের কাজ প্রায় ৭০ ℅ হয়েছে আলহামদুলিল্লাহ। এ গবেষণায় কয়েক শত আলিম হলে খুব সহজ হত। এ গবেষণা প্রায় ৭ হাজার বছরেও হয়নি। যদি কোনো বিজ্ঞ আলিমে দ্বীন আমার সাথে এ বিষয়ে অবধান রাখেন তথা কিছু সময় দেন! ইনশাআল্লাহ তাঁর উত্তম অর্থনৈতিক সম্মাননা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।01778140057) যা হোক, আমার দায়িত্ব গুলো যেন যথাযথ পালন করতে পারি। সবাই দোআ করবেন ইনশাআল্লাহ। আর দারসে তাফসীর ও হাদীছ নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যা আমার কাজের অংশ বিশেষ… যেমন এখন ছোট্ট বাচ্চাদের ভাষা শিক্ষা নিয়ে……….
تعليم اللغة العربية للأطفال بالتمثيل والتصريخ. الحمد لله علي التوفيق. مستمرا علي الأقل أربعين دقيقة. في المدرسة الجديدة الابتدائية بدناجبور.

শায়খ আহসান হাবীব আল-মাদানি

ঐতিহ্যবাহী আল্-জামিয়াহ্ আত্-ত্বাইয়িবাহ্ মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। ইসলামী জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী, যোগ্যতা ও দক্ষতা অর্জনের ব্যবস্থাও রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ প্রচারে এই মাদরাসা অনন্য ভূমিকা পালন করে আসছে। তাই এই মাদ্রাসাটি দেশের অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এখানে দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নির্দেশনায় যোগ্য শিক্ষকদের আন্তরিক পাঠদান পরিবেশে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে। নতুন শিক্ষার্থীরা নিজেদের বিকাশের জন্য এই পরিবেশ ব্যবহার করতে পারে। মাদরাসার ঐতিহ্য রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে সর্বদা তৎপর থাকবেন এই কামনা করি।

সকল শিক্ষার্থী ও অভিভাবক গণকে সেপ্টেম্বর মাসের বেতন (বকেয়া সহ ) পরিশোধ করার জন্য বলা হইল।